স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৬ ২৩:১৯

দুশানবেতে গোল উৎসব, ফাইনালে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৩০ এপ্রিল) টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে  ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মনিকা-তহুরারা।

রোববার (১ মে) শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। সেমিফাইনালে ভারত ৪-৩ গোলে পরাজিত করেছে ইরানকে।

এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের কিশোরীরা।

তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটার স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশের হয়ে দুইজন করেছেন হ্যাটট্রিক। ১৬, ৪৪, ৫৫ মিনিটে হ্যাটট্রিক করেন মনিকা। পরে ৬, ১২, ৭১ মিনিটে ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন তহুরা। দুটি গোল করেছেন অনুচিং। একটি গোল এসেছে আখি খাতুনের কল্যাণে। অন্যদিকে তাজিকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেছেন নিলুফার।

বাংলাদেশ বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে উঠে এসেছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।

দ্বিতীয় ও শেষ ম্যাচে গত আসরের রানার্সআপ নেপালকে ৯-০ গোলে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা। এরপর সেমিতে তাজিকদের বিরুদ্ধেও গোল উৎসব।

আপনার মন্তব্য

আলোচিত