স্পোর্টস ডেস্ক

০৭ মে, ২০১৬ ০২:৩৪

মুস্তাফিজের ‘নিয়মিত শিকার’ জাদেজা

আন্তর্জাতিক ক্রিকেটে বয়স তার মাত্র ১ বছর, আর এরই মধ্যে ছড়াচ্ছেন আলো। তিনি "দ্যা ফিজ" মানে মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের এ বাঁহাতি পেসার আইপিলে খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আর সেখানে তিনি ব্যাটসম্যানদের কাছে হয়ে ওঠেছেন আতংকের এক নাম।

বিশ্বের সকল ব্যাটসম্যানেরা হিমশিম খাচ্ছেন মুস্তাফিজের বলে, আর এর মধ্যে রবীন্দ্র জাদেজার ব্যাপারটা যেন একেবারে ভিন্ন।

মুখোমুখি হওয়া ছয়টি ম্যাচে (৭টির মধ্যে) মুস্তাফিজের বলে আউট হয়েছেন জাদেজা। বলা যায় দ্যা ফিজ-এর রীতিমত 'নিয়মিত শিকারে' পরিণত হয়েছেন রবীন্দ্র জাদেজা।

নিজের ক্যারিয়ারে মুস্তাফিজ এখন অবধি ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়া আইপিএলে দুবার দেখা হয়েছে মুস্তাফিজ-জাদেজার।

সবমিলিয়ে ৭ বার মুস্তাফিজের মুখোমুখি তারা। এর মধ্যে ছয় ম্যাচেই মুস্তাফিজের বলে আউট হয়েছেন জাদেজা। যার মধ্যে তিনটি বোল্ড।

আর মুস্তাফিজের বলে জাদেজার আউটের সর্বশেষ নজির শুক্রবার রাতে। এদিন গুজরাটের হয়ে খেলা জাদেজা মুস্তাফিজের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ তুলে আউট হন।

ম্যাচে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ ২টি উইকেট নিয়েছেন। ম্যাচে জিতেছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ।

আপনার মন্তব্য

আলোচিত