ক্রীড়া প্রতিবেদক

০৯ মে, ২০১৬ ১৭:০৯

অবশেষে রানে ফিরলেন সৌম্য

দীর্ঘ দিন রান খরায় ভোগার পর অবশেষে রান পেলেন জাতীয় দলের তারকা উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার।
গত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী ৪৮ রান করেছিলেন এরপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুজ্জ্বল ছিলেন সম্ভাবনাময় এই তারকা। এরপর ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লীগেও রান খরা কাটাতে পারছিলেন না তিনি।

তবে প্রিমিয়ার লীগেই অবশেষে শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে রান পেয়েছেন সৌম্য। খেলেছেন ৮৪ রানের আক্রমনাত্মক এক ইনিংস।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর করা ২৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিথুনের ৭৫ ও সৌম্যের ৮৪ রানের সৌজন্যে ৫ উইকেটে ৪৭তম ওভারে ২৪৫ রানে পৌঁছায় তাদের দল লিজেন্ড অব রূপগঞ্জ। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।
আর খেলা না হলে ডি/এল মেথডে জিতবে সৌম্যদের রূপগঞ্জই।

৮৯ বলে ৯টি চার ও ২টি বিশাল ছক্কায় ৮৪ রান করে সাকলাইন সজীবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন এই এই বাঁহাতি ওপেনার।

এর আগে টস হেরে তামিমের ৫৪, নাজমুল শান্তর ৭২ ও মোসাদ্দেকের ৬২ রানের কল্যাণে ২৫৫ রানে পুঁজি পায় আবহনী লিমিটেড।

এদিকে দিকে বিকেএসপিতে প্রাইম ব্যাংক ও ব্রাদার্সের ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। আর ফুতুল্লাহ ভিক্টোরিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্ট দলের স্তম্ভ মুমিনুল হক।




আপনার মন্তব্য

আলোচিত