স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০১৬ ০২:১৭

মুস্তাফিজের খারাপ দিন!

আশ্চর্যই বটে। মুস্তাফিজেরও খারাপ দিন আসতে পারে বিস্ময়ে আর মুগ্ধতায় এমনটা হয়ত মাথাতেই ছিল না অনেকের। যতো বড় মাপের বোলার হন না কেন ক্রিকেট খেলতে গেলে খারাপ দিন আসবে এটাই প্রমাণ হল আরেকবার।   

আইপিএলের ইতিহাসে মুস্তাফিজুর রহমানের এই প্রথম একটা খারাপ দিন কাটলো। বৃহস্পতিবার (১২ মে) দিল্লির বিপক্ষে খেলায় অনেক রান দিয়ে দিলেন তিনি, পেলেন না কোন উইকেটও।  মুস্তাফিজের ৪ ওভারে ৩৯ রান নিয়েছেন দিল্লির ব্যাটসম্যানরা।

আগের ম্যাচেও একটু খরচে বোলার ছিলেন। কোনো উইকেট ছিল না। তবে ম্যাচ পরিস্থিতির বিবেচনায় খুব কার্যকর ছিল তাঁর স্পেল।

তাঁর খারাপ দিনে সানরাইজার্স হায়দ্রাবাদ  হেরেছে ৭ উইকেটে। তাঁর দেয়া ৩৯ রানের মধ্যে ছিল দুটি ছক্কা এবং চারটি চারের মার। একটি ওয়াইড বলও করেছেন মুস্তাফিজ।

হারলেও সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন মুস্তাফিজরা। এ নিয়ে ১১ ম্যাচে চারটিতে হারলো হায়দারাবাদ। টেবিলে হায়দারাবাদের পরেই গুজরাটের অবস্থান। তাদেরও সাতটিতে জয়, চারটিতে হার।

আপনার মন্তব্য

আলোচিত