স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ১৩:৪৯

ইউরোতে ১ মিনিট নীরবতা

ইউরো ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইতালি-জার্মানি ম্যাচ শুরুর আগে গুলশান হামলার ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আর এ ঘটনায় নিজ দেশের ৯ জন মৃত্যুবরণ করায় জার্মানির বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ইতালি।

বোর্দেতে ম্যাচের আগের নীরবতায় অংশ নেয় সবাই। গোটা স্টেডিয়াম সংহতি জানায়। এই ম্যাচে অবশ্য জেতা হয়নি ইতালির। টাইব্রেকে ৬-৫ গোলে জার্মানির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২ এ ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির ওই রেস্টুরেন্টে হামলা চালায় অস্ত্রধারীরা। তারা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনসহ ২০ জিম্মিকে হত্যা করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। তাদের মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি। ছয় জঙ্গিও নিহত হয়। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়।বাংলাদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন।

যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।   

আপনার মন্তব্য

আলোচিত