স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০১৬ ০২:০৭

গুলশান হামলায় শোকাহত মাশরাফি-তামিমরাও

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় স্তম্ভিত গোটা বাংলাদেশ। আরো অনেকের মতো হতবাক হয়ে নিজেদের বেদনার কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও।

হলি আর্টিজানে আক্রমণের পর একাধিক টুইট করেছেন তামিম ইকবাল। তিনি লিখেছেন, 'গুলশানে যেটা হলো সেটা বাংলাদেশের আসল চেহারা না। এটা এমন দেশ যেখানে হিন্দু বন্ধুর সামনে গরু খায় না মুসলমানরা। এটা এমন দেশ যেখানে রমজান মাসে মুসলমান বন্ধুর সামনে কিছুই পান করে না কোনো না অন্য ধর্মের মানুষ।' তামিম আরো লিখেছেন, 'আল্লাহ আমার দেশ ও ঘরকে শান্তিতে রাখুন।'

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা আছে, 'প্রে ফর বাংলাদেশ' বা বাংলাদেশের জন্য প্রার্থনা।

ফেসবুকে তুলনামূলক ভাবে কম সক্রিয় সীমিত ওভারের ক্রিকেটে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও প্রোফাইল ছবি পরিবর্তন করেন। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছেন নাসির হোসেন, মাহামুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হকের মতো তারকারাও।

আপনার মন্তব্য

আলোচিত