স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ২০:৫৭

শীর্ষ স্থান ধরে রাখলো আর্জেন্টিনা, পেছাল ব্রাজিল

কোপা আমেরিকার শিরোপা হারলেও ফুটবল র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা আরো মজবুত হয়েছে আর্জেন্টিনার। ১৫৮৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রয়েছে মেসির দল।

তবে শতবর্ষী কোপার আসর থেকে বিদায় নেবার পর র‌্যাঙ্কিংয়ে আরো নিচে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই ধাপ নিচে নেমে গেছে টিটের শিষ্যরা।

তবে ইউরো জয়ী পতুর্গালও এগিয়েছে। দুই ধাপ এগিয়ে এখন ছয় অবস্থান করছে রোনালদোর দল। আগের মাসের সেরা পাঁচ দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

আর্জেন্টিনার পরের নামগুলো হলো বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও চিলি। র‌্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে উঠে এসেছে ওয়েলস ও ফ্রান্স।

১৫ ধাপ এগিয়ে বেলের ওয়েলস এখন এগারোতম অবস্থানে আর ১০ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে ইউরোর রানার আপ দল ফ্রান্স।

তবে পিছিয়েছে ইংল্যান্ড, স্পেন ও নেদারল্যান্ডস।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আফগানিস্তান। তারা রয়েছে ১৫০তম স্থানে। তবে ১১ ধাপ এগিয়ে ১৫২তম অবস্থানে রয়েছে ভারত।

এদিকে, দুই ধাপ অবনমনে ১৮৩ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। সূত্র: ফিফাডটকম

আপনার মন্তব্য

আলোচিত