স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৬ ১০:৩৫

পাকিস্তানে মেধাবী ক্রিকেটার নেই!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বাদ পড়া অধিনায়ক শহীদ আফ্রিদি এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

পকিস্তানে মেধাবী ক্রিকেটার খুব একটা নেই, সম্প্রতি বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে বিবিসি উর্দু সম্প্রতি তার এই সাক্ষাৎকার নেয়।

সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিলো, নির্বাচকরা দল নির্বাচনের ক্ষেত্রে কি মেধাকে গুরুত্ব দিচ্ছে? এর উত্তরে আফ্রিদি বলেন, 'আমি দুঃখিত। বলা হয়ে থাকে, পাকিস্তানে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। আসলে তা নয়। এখানে আন্তর্জাতিক মানের তেমন মেধাবী ক্রিকেটার নেই। যারা আছেন তারা আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্য নয়।'

তবে মোহাম্মদ আমেরের প্রসঙ্গে তিনি বলেন, সে মানষিকভাবে অনেক শক্তিশালী। আশা করি সে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

তিনি নিজের অবসরের বিষয়ে বলেন, 'আমি চাইনি পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে দূরে সরে যেতে। তাই অবসর নিতে চাইনি। কারণ পাকিস্তান দলে এই মুহূর্তে যেসব খেলোয়াড়েরা আছেন, তাদের থেকে আমি অনেক ভালো খেলোয়াড়।' 

তিনি আরও বলেন, আমি এখনো পাকিস্তান বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই খোলামেলাভাবে অনেক কিছুই বলতে পারবে না। অবসর নিলে হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারবো।  

আপনার মন্তব্য

আলোচিত