স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ০০:৩১

আর্জেন্টিনাকে অলিম্পিক থেকে বিদায় করল হন্ডুরাস

পরের রাউন্ডে যেতে হলে হন্ডুরাসকে হারাতেই হত আর্জেন্টিনাকে। কিন্তু পারেনি আর্জেন্টিনা। হরানো তো দূরের কথা শেষ মুহূর্তে গোল করে কোন রকমে ড্র করতে পেরেছে আলবিসেলেস্তারা। ফলে রিও অলিম্পিক থেকে বিদায় নিল আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল।  আর ড্র করেই পরের রাউন্ডের ঐতিহাসিক টিকেট নিশ্চিত হয়েছে হন্ডুরাসের।

প্রধমার্ধ্বেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল হন্ডুরাস। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে আশা বেঁচে ছিল আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও এগিয়ে যেতে পারেনি আর্জেন্টিনাই।

৪৭ মিনিটে  বিপদজনকভাবে বল নিয়ে হন্ডুরাসের ফরোয়ার্ডকে বক্সে মধ্যে ফেলে দিলে ফের পেনাল্টি পায় হন্ডুরাস। তবে এবার আর সুযোগ হাতছাড়া করেনি তারা। এতলাটিকো মাদ্রিদের এঞ্জেল কোরেইয়া গোল করে হন্ডুরাসকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথেই যেন শেষ লেখা হয়ে যায় আকাশী-সাদাদের অলিম্পিক এবারের অলিম্পিক মিশন। পরে একটি গোল পরিশোধ করে হার এড়ালেও বিদায় নিয়েই ব্রাজিল ছাড়তে হচ্ছে আর্জেন্টিনাকে।

আপনার মন্তব্য

আলোচিত