স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ১৮:২৬

অস্ত্রোপচারের আগে ‘মোস্তাফিজকে ফোন দিলেন শেখ হাসিনা’

বিশ্ব মাতানো পেসার ‘দ্য ফিজ’ খ্যাত মোস্তাফিজের কাঁধে আজ অস্ত্রোপাচার। এই প্রথমবারের মত ছুরি-কাচির নিচে পড়তে হচ্ছে তাঁকে।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টার দিকে ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশ থেকে শুভকামনা পৌঁছেছে অনেক। অস্ত্রোপাচারের আগে বিশেষ আরও একজনের শুভকামনা পেলেন মোস্তাফিজুর রহমান। আর তিনি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা ‘কাটার বয়’ মোস্তাফিজকে ফোন করে শুভকামনা জানান।

লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার শুরু হওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২ টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)।

হাসপাতালে মোস্তাফিজের পাশে আছেন বিসিবি প্রধান নাজমুল হাসান ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বিসিবি প্রধান জানান, প্রধানমন্ত্রী তার ফোনে কল করে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন, সাহস দিয়েছেন তাঁকে।

আপনার মন্তব্য

আলোচিত