স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট, ২০১৬ ১০:০৪

ফের দ্রুততম মানব বোল্ট, মানবী টম্পসন

ফের দ্রুততম মানব হলেন জ্যামাইকার দৌঁড়বিদ উসাইন বোল্ট। এবার তিনি সময় নিয়েছেন ৯.৮১ সেকেন্ড। একমাত্র ক্রিড়াবীদ হিসেবে একশ’ মিটার স্প্রিন্টে টানা তিনবার দ্রুততম মানবের অনন্য রেকর্ড গড়লেন তিনি।

রিও অলিম্পিকের একশ’ মিটার স্প্রিন্টে ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের গ্যাটলিন, কানাডার আন্দ্রে ভি গ্রাস ৯.৯১ সেকেন্ড নিয়ে হয়েছেন তৃতীয়।

এদিকে, দ্রুততম মানবীর খেতাবটি নিজের করে নেয়া এলেইন টম্পসন দৌড় শেষ করতে সময় নেন ১০.৭১ সেকেন্ড।

রৌপ্য পদক জেতা যুক্তরাষ্ট্রের টরি বোয়ি ১০.৮৩ সেকেন্ড সময় নেন। আর শুরুতে এগিয়ে থাকা ফ্রেজার প্রাইস ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

দ্রততম মানবী হওয়ার পর টম্পসন বলেন, 'আমি যখন শেষ করলাম এবং আশপাশে তাকিয়ে দেখলাম আমি বিজয়ী, তখন বুঝতে পারছিলাম না কিভাবে উদযাপন করব।' 

আপনার মন্তব্য

আলোচিত