স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট, ২০১৬ ১৪:৩২

‘ইংল্যান্ড দলকে শতভাগ নিরাপত্তা দেয়া হবে’

বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলকে শতভাগ নিরাপত্তা দেয়া হবে এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া । আজ (৩০ আগস্ট) মঙ্গলবার বেলা ১১.০০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আসন্ন ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে নিরাপত্তা সংক্রান্তে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে নিরাপত্তাহীনতার বা ভয়ের কোন কারণ নেই। আমাদের দেশে বর্তমানে যুদ্ধাপরাধের বিচার চলমান রয়েছে। এজন্য গোয়েন্দারা তাদের কাজ করে যাচ্ছে। তারপরও যাতে কোন বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এ জন্য আমরা পরিপূর্ণ নিরাপত্তা দেয়ার জন্য বদ্ধ পরিকর।

কমিশনার আরও বলেন- আসন্ন ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আমরা দৃশ্যমান নিরাপত্তা এবং শৃঙ্খলা প্রদর্শন করব। আমাদের চলমান যে নিরাপত্তা রয়েছে তা আরও বৃদ্ধি করা হবে।

কমিশনার ম্যাচগুলো উৎসবমুখর ভাবে শেষ করার আশা ব্যক্ত করে বলেন-প্রত্যেকটি ম্যাচ আমরা আনন্দ মুখর পরিবেশে শেষ করব এবং আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনব। ক্রিকেটে আমাদের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে, সেটাকে অক্ষুন্ন রাখব।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ডিএমপি’র  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত