অনলাইন ডেস্ক

৩০ আগস্ট, ২০১৬ ১৮:৩৪

জিতেছিলেন ব্রোঞ্জ, হয়ে গেল রৌপ্য

ভারতের হয়ে লন্ডন অলিম্পিকে কুস্তিতে ৬০ কেজি ফ্রি স্টাইলে ব্রোঞ্জপদক জিতেছিলেন যোগেশ্বর দত্ত। তবে সেমিফাইনালে প্রতিপক্ষ রুশ কুস্তিগীর বেসিক কুদুখোভ ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় কুদুখোভের প্রাপ্ত রৌপ্যপদক পেলেন যোগেশ্বর। যোগেশ্বর নিজেই টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন।

অলিম্পিকের নিয়ম অনুযায়ী কোনও পদক জয়ী অ্যাথলেট ডোপপাপী প্রমাণিত হলে তার পরবর্তী প্রতিযোগীকে সেই পদক তুলে দেয়া হয়। আর সেই কারণেই যোগেশ্বরের ব্রোঞ্জ হয়ে গেল রৌপ্য।

অলিম্পিক কমিটি অবশ্য এখনও সরকারি ঘোষণাটা দেয়নি। তবে যোগেশ্বর নিজে টুইট করে জানিয়েছেন, তার পদক রুপাতে আপগ্রেড করা হয়েছে।

তার আগে রুশ কুস্তি সংস্থার ওয়েবসাইটও জানায়, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুটো অলিম্পিক পদক জয়ী কুদুখোভ বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা ওয়াডার পরীক্ষায় ধরা পড়েছেন।

লন্ডন অলিম্পিকের রৌপ্যপদক বিজেতা কুদুখোভ অবশ্য বেঁচে নেই। ২০১৩ সালে এক পথ দুর্ঘটনায় মারা যান তিনি। এবার রিও অলিম্পিকে কোনও পদক পাননি যোগেশ্বর। সূত্র: আনন্দবাজার

আপনার মন্তব্য

আলোচিত