সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৬ ২০:২১

২৫ সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএল

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)এর সিলেট পর্বের। দেশের ফুটবলের বৃহৎ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সিলেটে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: রহমতউল্লাহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সোহাগ নাঈম, সাইফ পাওয়ারটেক স্পোর্টস লিমিটেড এর সারওয়ার আনাম ও  বিপিএল ২০১৬ এর চিফ কো অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ডি.জি.এফ আই- সিলেট এর উপ-পরিচালক কাজী রাজীব রুবায়েত, এন.এস.আই সিলেট এর উপ-পরিচালক মো: আবু আব্দুল্লাহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট এর উপ-পরিচালক (প্রশাসন) মো: আবদুস সাত্তার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেট এর সহকারী পরিচালক তনয় বিশ্বাস, গণপূর্ত বিভাগ এর  সহকারী প্রকৌশলী শাহরিয়ার চৌধুরী, সিভিল সার্জন সিলেট অফিসের এমওডিসি ডা: রাহাত ইকবাল চৌধুরী, বর্ডার গার্ড বাংলাদেশ সিলেটের প্রতিনিধি মো: শামসুদ্দিন, সিলেট ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মো: আব্দুস সালাম, জেলা পরিষদ সিলেটের সহকারী প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য  বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন, অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈনউদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ আব্দুর রকিব, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা ও মাহমুদ হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য সুমাত নুরী চৌধুরী জুয়েল,  সিলেট জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি বদরুদ্দেজা বদর, ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাই, নিজাম উদ্দিন ইরান, দুলাল আহমদ, ইমরুল কয়েস ও সৈয়দ নজরুল ইসলাম চুনু, ক্লাব কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন হোটেলের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী  অফিসের কর্মকতৃাবৃন্দ প্রমুখ।

এ আসরের মাধ্যমে সমগ্র সিলেটে ফুটবলের জোয়ার উঠবে বলে মতবিনিময় সভায় উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০১৬ সিলেট ভেন্যুর খেলাসমূহ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা হয় ও সমগ্র সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত