স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০১৬ ১৫:১৯

অন্যরকম ‘সেঞ্চুরি’ ওয়াহাব রিয়াজের

ইংল্যান্ড ওয়ানডেতে দলীয় সবোর্চ্চ রানের রেকর্ড গড়েছে। টেস্ট সিরিজের পর পাকিস্তানের বোলারদের মাটিতে নামিয়ে এনেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে সবচেয়ে বেশি মার খেয়েছেন ওয়াহাব রিয়াদ। এই ম্যাচে অন্যরকম এক সেঞ্চুরি করেছেন এই পাক বোলার।

আর একটা বল থাকলে ওয়ানডের সবচেয়ে খরুচে বোলারের রেকর্ডটা হয়ে যেত তার। ভাগ্যিস হয়নি, তবে সেটা হয়েছ সেটাই বা কম কিসের। পাকিস্তানের হয়ে সবোর্চ্চ খরুচে রানের রেকর্ডটা এখন ওয়াহাব রিয়াজের।

গতকাল তৃতীয় ওয়ানডেতে ১০ ওভারে ১১০ রান দিয়েছেন ওয়াহাব রিয়াজ। এই প্রথম পাকিস্তানের কোনো বোলার রান দেওয়ার সেঞ্চুরি করলেন। আর একটু হলে তো ওয়ানডে ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডই গড়ে ফেলতেন!

২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার মিক লুইস দিয়েছিলেন ১১৩ রান। ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড হিসেবে সেটিই টিকে রইল।

ওয়াহাবকে সবচেয়ে বেশি পিটিয়েছেন ১৭১ রান করা অ্যালেক্স হ্যালেস। রিয়াজের ২৬ বলে ৪৪ রান করেন তিনি। এছাড়া রিয়াজের ৯ বলে ২৮ রান নেন মরগান।

আপনার মন্তব্য

আলোচিত