স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৫

ফুটবল পছন্দ করেন না মেসি জুনিয়র

ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসির ফুটবল খেলাটা একেবারেই পছন্দ নয়! স্বয়ং মেসিই জানালেন এমন তথ্য। বললেন, এই খেলাটির প্রতি তার বড় ছেলের বড়ই অনাগ্রহ।

ফুটবল বিশ্ব ‘শাসন’ করা মেসির প্রচুর ব্যক্তিগত অ্যাওয়ার্ড, বর্ণাঢ্য ক্যারিয়ার, বিশ্বব্যাপী মানুষের ভালোবাসাও থিয়াগোর আগ্রহ তৈরিতে যথেষ্ট নয়!

আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফুটবলের প্রতি ছেলের অনীহার কথা জানান মেসি, "আমি তাকে (থিয়াগো) অনেক বল কিনে দিইনি ‍বা তাকে এর সঙ্গে খেলতে বাধ্য করিনি। কারণ, সে ফুটবল খুব একটা পছন্দ করে না।"

অবশ্যআশার কথাও শুনিয়েছেন মেসি। বাচ্চাদের ফুটবল খেলার জন্য বার্সা নাকি প্লেয়ারদের জন্য একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। মেসি বলেন, "দেখা যাক, যদি সে (থিয়াগো) এ পথে যায়, তবে এটি একটি ভালো শুরু হবে।"

আপনার মন্তব্য

আলোচিত