স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৫

বার্সার বেবি টিমে মেসির পুত্র!

মাত্র কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছিলেন, তাঁর ছেলে ফুটবল পছন্দ করে না! বলেছিলেন, "থিয়াগো (মেসির পুত্র) তেমন ফুটবল পছন্দ করে না। তার জন্য খুব বেশি বলও কেনা হয় না আমার ...।"

তবে মেসি এমনটি বললেও থিয়াগোর ফুটবলপ্রেম ঠিকই টের পেয়েছেন মা রোকুজ্জ। আর তাই বার্সার বেবি ফুটবল দলে ট্রায়াল দিতে থিয়াগোকে নিয়ে যাচ্ছেন মা নিজেই।

স্পেনের কাদেনা সার রেডিওর এক খবরে জানা গেছে এমন তথ্য।

বার্সেলোনা ছয় বছরের কম বয়সী বাচ্চাদের নিয়ে একটি ক্যাম্পেইন চালু করেছে। সেখানকার প্রথম দলে সুযোগ পাওয়ার জন্য আবার তিন থেকে পাঁচ বছরের শিশুদের ট্রায়াল নেওয়া হচ্ছে। সেখানেই ফুটবল পায়ে দেখা যাবে থিয়াগোকে। বাবা মেসি যা শুরু করেছিলেন ছয় বছর বয়সে, সেটা থিয়াগো শুরু করতে যাচ্ছেন মাত্র চার বছর বয়সে! ফুটবলে এক জায়গায় অন্তত মেসির চেয়ে এগিয়ে থাকলো মেসি জুনিয়র।

আপনার মন্তব্য

আলোচিত