১৫ মে, ২০২৪ ১১:২৯
ছবি: রয়টার্স
জুড বেলিংহামে শুরু, আর্দা গুলেরে শেষ। মাঝে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল। লিগ ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসের জালে গোলউৎসব করেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। তুলে নিয়েছে ৫-০ গোলের বড় জয়।
ম্যাচের ১০ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করে দু’হাত গ্যালারির দিকে প্রসারিত করে চেনা উদযাপন করেন জুড বেলিংহাম। প্রথমার্ধে আরও দুই গোল করে বড় জয়ের পথ তৈরি করে ফেলে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ২৭ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন ফেদে ভালভার্দে।
দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ২৩তম গোল।
এরপর ৮১ মিনিটে আলাভেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা তুর্কিশ মিডফিল্ডার আর্দা গুলের।
৩৬ ম্যাচে ২৯ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৯৩। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে জিরোনা।
৩৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আলাভেস।
চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিতের পর ম্যাচগুলো রিয়ালের জন্য স্রেফ আনুষ্ঠানিকতার। তবে আগের দিন আনচেলত্তি পরিষ্কার বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলোর গুরুত্ব তার কাছে কম নয়।
ইউরোপ সেরার মঞ্চে ১৫তম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
আপনার মন্তব্য