স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৩

দলবদ্ধভাবে বাংলাদেশ আসবে না ‘বার্মি আর্মি’

ইংল্যান্ড দল যেখানেই খেলতে যায় দলবেঁধে তাদের প্রেরণা হয়ে যায় সাথ যায় সমর্থকগোষ্ঠী ‘বার্মি আর্মি’। তবে বাংলাদেশ সফরে এর ব্যতিক্রম হতে যাচ্ছে।  নিরাপত্তাজনিত কারণে অনেক জল্পনার পর সফরটি হলেও দুই ক্রিকেটার মরগান ও হেলসের মত দলবদ্ধভাবে আসবে না ‘বার্মি আর্মি’। তবে তবে সমর্থকরা যারা আসতে চাইবেন তারা ব্যক্তিগত উদ্যোগে আসবেন বলে জানান বার্নহ্যাম

সংগঠনটির প্রতিষ্ঠাতা পল বার্নহ্যাম মনে করেন, বাংলাদেশ সফরে এখনও ঝুঁকি রয়েছে। আর তাই সিরিজে ইংলিশ সমর্থকদের চলাচলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি।

পল বার্নহ্যাম বলেন, ‘খেলোয়াড়রা সবাই এক সাথে এক জায়গায় থাকবে তাই তাদের নিরাপত্তা দেয়া সহজ। তবে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাটা একটু কষ্টকর। কারণ তারা এক সাথে আসবেন না।’

এমনকি বার্মি আর্মিদের সংগঠনটি সমর্থকদের নন-রিফান্ডেবল ফ্লাইটের টিকিট বা হোটেল বুকিং করতেও বারণ করে দিয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে ঢাকায় পা রাখার কথা জস বাটলার-আলিস্টার কুকদের।

আপনার মন্তব্য

আলোচিত