সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৪

ইংল্যান্ডের কারা বাংলাদেশে আসছে জানা যাবে আজ

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে সব অনিশ্চয়তার কালমেঘ কেটে গেছে। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরের টেস্ট ও ওয়ানডে দুটি দলই ঘোষণা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এউইন মরগান ও অ্যালেক্স হেল্স আসবেন না জানিয়েছেন আগেই, এরই মধ্যে মরগানের বিকল্প হিসেবে জস বাটলারের হাতে ওয়ানডে দলের দায়িত্ব দিয়েছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বেশ বড় দলই ঘোষণা করতে যাচ্ছে ইসিবি। ধারণা করা হচ্ছে, অ্যালিস্টার কুকের টেস্ট দলে ডাকা হবে ১৭ জনকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলটাও খুব ছোট হবে না। বাংলাদেশে রঙিন পোশাকের ক্রিকেট খেলতে আসার কথা ১৫ জনের। বাংলাদেশ সফরের পরপরই ভারতে যাবে ইংল্যান্ড। তবে ইসিবি আজ দল ঘোষণা করবে শুধু বাংলাদেশ সফরের জন্যই।

মরগান ও হেলস সরে দাঁড়ানোয় কপাল খুলতে পারে হাসিব হামিদ ও বেন ডাকেটের। ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ডাকেট সুযোগ পেতে পারেন ওয়ানডে দলে। ১৯ বছর বয়সী হামিদকে ভাবা হচ্ছে টেস্টে কুকের ওপেনিং সঙ্গী। এ ছাড়া লিয়াম ডসন, জ্যাক লিচ, কিটন জেনিংস ও বেন ফোকসের মতো একেবারে আনকোরারা সুযোগ পেতে পারেন বাংলাদেশ সফরের দলে। এই চারজনের মধ্যে ডসন ও লিচ স্পিনার, জেনিংস ওপেনার ও ফোকস উইকেটকিপার।

ইংল্যান্ডের দল যেমনই হোক না কেন, এখনো আলোচনায় মরগান ও হেলসের সিদ্ধান্ত। মরগানকে ঘিরে ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গন মোটামুটি দ্বিধাবিভক্ত। নাসের হুসেইন ও মাইকেল ভনের মতো সাবেক অধিনায়কেরা বলেছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন মরগান, তৈরি করেছেন খারাপ উদাহরণ। আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডকে বেছে নেওয়া মরগান দলে কর্তৃত্ব হারাচ্ছেন বলেই বিশ্বাস ভন-হুসেইনদের। এ বছর ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ মরগান আবার দলে ঢুকতে পারেন কি না, সেটি নিয়েই তাঁরা শঙ্কিত।

আরেক সাবেক অধিনায়ক বব উইলিসও মনে করেন, দলে নিজের জায়গা নড়বড়ে করে ফেলেছেন মরগান। সাবেক অধিনায়ক ও ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসও হতাশ মরগান-হেল্সদের সিদ্ধান্তে।

বাংলাদেশের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ অবশ্য সবকিছু ভুলে নির্ভার হয়েই বাংলাদেশে আসতে বলেছেন ইংল্যান্ডকে, ‘নিরাপত্তাজনিত ঘটনা সবখানেই ঘটছে। এখানে আমাকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।’ তাঁর নিজের বাংলাদেশে আসার পক্ষে এটিকে দেখিয়েছেন জোরালো যুক্তি হিসেবে। তাই ইংল্যান্ডকেও বলেছেন, ‘আমি এসেছি আপনারাও আসুন।’

আপনার মন্তব্য

আলোচিত