স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৬ ১৯:২৩

জগন্নাথপুরে কিশোর ফুটবলারদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ৫ দিনব্যাপী কিশোর ফুটবলারদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে

রবিবার (৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের ভবের বাজার মাঠে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব-১৬ কোচ জাহান ই আলম নূরী( রাহেল) ও সহকারী কোচ জগন্নাথপুর উপজেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন রাহুল।

এ সময় জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, জগন্নাথপুর উপজেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ সভাপতি শাপলা মিয়া, আনা মিয়া, প্রচার সম্পাদক দৈনিক যুগভেরী ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মো. মুন্না মিয়া এবং খেলোয়াড় ইনান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কর্মসূচির আওতায় জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ গ্রহণ করে উপজেলার ২০ জন কিশোর ফুটবলার।

এসকল ফুটবলারদের মধ্যে থেকে ভালো খেলোয়াড়দের ঢাকায় নিয়ে জাতীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত