সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৬ ২১:৩৬

চ্যাম্পিয়ন বাংলাদেশ, এশিয়া কাপ হকির মূল পর্বে খেলার যোগ্যতা-অর্জন

এএএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে ২০০৮ সালে সিঙ্গাপুরে ও ২০১২ সালে থাইল্যান্ডেও এএইচএফ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এর ফলে বাংলাদেশ আগামী বছরের এশিয়া কাপে জায়গা করে নিল। টুর্নামেন্টটি ঢাকায় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

রোববার (২৭ নভেম্বর) হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকাকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের হয়ে গোল ৩টি করেছেন নিলয়, আশরাফুল ও কামরুজ্জামান।

ম্যাচের প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত। হাসান যুবায়ের নিলয়ের ফিল্ড গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। ৬৭ মিনিটে তৃতীয় গোলটি করেন কামরুজ্জামান।

আপনার মন্তব্য

আলোচিত