স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৬ ২০:৩৩

সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত : বেড়েছে শাস্তি, দুই ম্যাচ নিষিদ্ধ শেহজাদ

বিপিএলে রংপুর রাইডার্স-রাজশাহী কিংস ম্যাচে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির ​৩০ শতাংশ জরিমানা করেছিলেন শেহজাদকে। এতে ৪ ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় সেটি পরিণত হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞায়।

অর্থাৎ, বিপিএলে নিজ দলের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না রংপুর রাইডার্সের আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ।

শাস্তি পাছেন রাজশাহী কিংসের ব্যাটসম্যান সাব্বিরও। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাঁকে, সঙ্গে আছে এক ডিমেরিট পয়েন্টও।

বিপিএলে সোমবারের (২৮ নভেম্বর) ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক লিয়াম ডসনকে। তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডেও যোগ হয়েছে ২টি ডিমেরিট পয়েন্ট।

আম্পায়ারদের প্রতিবেদন ও টিভি ফুটেজ দেখে এই শাস্তির সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। তিন ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

আপনার মন্তব্য

আলোচিত