স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩১

মাশরাফির দুর্দান্ত বোলিং, কুমিল্লার বিপক্ষে মাঝারি সংগ্রহ খুলনার

৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। খুলনা টাইটানসের বিপক্ষে এমন অসাধারণ এক স্পেল করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিপিএলে শুক্রবারের (২ ডিসেম্বর) প্রথম ম্যাচে মাশরাফির বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রানের মাঝারি স্কোর গড়তে পেরেছে খুলনা।

খুলনার ওপেনার হাসানুজ্জামান, আব্দুল মজিদ ও নিকোলাস পুরানকে আউট করে খুলনার টপ অর্ডার গুড়িয়ে দেন মাশরাফি। ম্যাচের ৭, ৯, ১১ ও ১৩তম ওভারে এই তান্ডব চালান মাশরাফি। নিজের প্রথম বলেই তুলে নেন আব্দুল মজিদের উইকেট। ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙে যায় ১৮ রান করা মজিদের। নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও সেই ওভারে মাত্র ১ রান খরচ করেন তিনি। তৃতীয় ওভারে এসে আবারও প্রথম বলে তুলে নেন খুলনার ওপেনার হাসানুজ্জামানের উইকেট। মাশরাফির বলে উইকেটররক্ষক লিটনের হাতে ধরা পড়েন ২৯ রান করা হাসানুজ্জামান।

শেষ ওভারে এসে মাশরাফি তুলে নেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানের উইকেট। শেষ ওভারের চতুর্থ বলে ১৪ রান করা পুরান আউট হন ইমরুলের তালুবন্দি হয়ে।

ইনিংস শেষে মাশরাফির নামের পাশে লেখা ৪-০-১৬-৩। চলতি বিপিএলে এটাই নড়াইল এক্সপ্রেসের সেরা বোলিং ফিগার।

আপনার মন্তব্য

আলোচিত