স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৬ ১৮:০৮

বাজে শুরুর পরও বার্সা কখনও হতাশ হয়নি : ইনিয়েস্তা

ওসাসুনার বিপক্ষে ম্যাচের শুরুতে বেশ বাজে ছিল বার্সেলোনার পারফরমেন্স। প্রতিপক্ষের মাঠে দীর্ঘদিন ভাল কিছু করতে না পারার হতাশা ছিল স্টেডিয়ামে থাকা বার্সা সমর্থকদের মধ্যে। কিন্তু মাঠে বার্সার সতীর্থরাও মোটেও হতাশ ছিল না বলে জানালেন দলটির অভিজ্ঞ মিডফিল্ডার ইনিয়েস্তা।

তিনি জানান, আমরা হতাশ হইনি। আর সে কারণেই শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে বড় জয় পেয়েছি আমরা।

প্রথমার্ধে চমৎকার কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজ ও মেসি ম্যাজিকে ৩-০ ব্যবধানের বড় জয় পায় এনরিকের শিষ্যরা। এই জয় প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, ফুটবলে আপনাকে ধৈর্য নিয়ে খেলতে হবে। আপনি ব্যর্থ হচ্ছেন বলে হতাশ হতে পারেন না। আমরাও হতাশ ছিলাম না। প্রথমে দুর্বল শুরুর পর আমরা ঠিকই ঘুরে দাঁড়িয়েছি।

তিনি বলেন, প্রথমার্ধে অনেকগুলো সুযোগ তৈরি করেও আমরা কাজে লাগাতে পারিনি। কিন্তু দলের সবাই জানত, বারবার সুযোগ তৈরির মাধ্যমে আমরা প্রতিপক্ষকে চাপের মধ্যে রেখেছি এবং তার ফল পাব। তাই প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে আমরা জয় ছিনিয়ে নিয়েছি।

স্প্যানিশ এই ফুটবলার বলেন, আমাদের লক্ষ্য ছিল ৩ পয়েন্ট অর্জন করা। আমরা তা করেছি। সূত্র : গোল ডটকম

আপনার মন্তব্য

আলোচিত