স্পোর্টস ডেস্ক

০৫ জানুয়ারি, ২০১৭ ২১:৩৯

ধোনির ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকাররা!

সম্প্রতি ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো মহেন্দ্র সিং ধোনির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার-৭১’ নামের বাংলাদেশি হ্যাকার গ্রুপ।

ওয়েবসাইটটির ক্রিকেট লিঙ্কে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) প্রবেশ করা যায়নি।

ধোনির ওয়েবসাইটের ‘ক্রিকেট’ ট্যাবে আগের ইতিহাস মুছে নিজেদের পরিচয় জুড়ে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। তারা লিখেছে, “We are CYBER 71, We dont forgive.. We dont Forget”।

গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের প্রেস ইনফর্ম সাইটটি হ্যাক করেছিল ভারতীয় হ্যাকাররা। জানা গিয়েছিল, সেখানে অভিনেত্রী সানি লিয়নের ছবি জুড়ে দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় হ্যাকারদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই ধোনির ওয়েবসাইট হ্যাক করেছে।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি। তবে ১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে তিনিই অধিনায়ক থাকছেন।

আপনার মন্তব্য

আলোচিত