স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৭ ২২:১২

তিন সংস্করণের ক্রিকেটেই ভারতের অধিনায়ক হলেন কোহলি

মহেন্দ্র সিং ধোনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই ব্যাপারটা অনেকটা অনুমিত ছিল। এবার সেটা নিশ্চিত করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তিন ধরণের ক্রিকেটেই ভারতের অধিনায়ক হলেন বিরাট কোহলি।

শুক্রবার (৬ জানুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। দুই সংস্করণেরই নেতৃত্ব দেওয়া হয়েছে ভারতের টেস্ট অধিনায়ক কোহলিকে।

ভারতের দলে আলোচিত বিষয় আছে আরেকটি। দলে ফিরেছেন যুবরাজ সিং। ২০১৩ সালের পর ওয়ানডে আর টি-টোয়েন্টি—দুই দলেই ফিরলেন বাঁ হাতি এই অলরাউন্ডার। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচে ৮৪ গড়ে করেছেন ৬৭২ রান করার পুরস্কার পেলেন যুবরাজ।

চোটের কারণে দলে নেই রোহিত শর্মা। তাঁর বদলে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অজিঙ্কা রাহানে। দলে ডাক পেয়েছেন রঞ্জি ট্রফিতে দারুণ খেলা (একটি ট্রিপল সেঞ্চুরিসহ রঞ্জি ৮১ গড়ে ৯৭২ রান) তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান রিশভ পন্ত। দলে আছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না।

সূত্র: ক্রিকইনফো

আপনার মন্তব্য

আলোচিত