ক্রীড়া প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০১৭ ০৯:২৭

ওয়েগনারকে বাউন্সে নাজেহাল করে ফেরালেন কামরুল

একের পর এক বাউন্স। বাঁহাতি ওয়েগনারের মাথা বরাবর ছুঁড়ে দিয়ে খেলার চ্যালেঞ্জ দিচ্ছিলেন কামরুল ইসলাম রাব্বি।
কোনটিতেই ঠিকমত ব্যাট লাগাতে পারেননি ওয়েগনার। মাটিতে লুটিয়ে পড়লেন, হেলমেটের সাইড প্রটেকশন খুলে গেল ৩ বার। আহতও হলেন দুবার।  তবু থামছিল না রাব্বির বাউন্স দেয়া। শেষে হার মেনে নিলেন ব্যাটসম্যানই। বাংলাদেশি কোন পেসার বাউন্সে নাজেহাল করতে করতে উইকেট তোলে নিচ্ছেন এই বিরল দৃশ্য বেসিন রিজার্ভে দেখালেন রাব্বি।

দলের ৫০৪ রানের মাথায় ১৮ রান করা ওয়েগনার রাব্বির আরেকটি বাউন্সারের ব্যাট লাগালেন বটে তবে সেটা ইমরুলের কায়েসের হাতে সহজ ক্যাচে পরিণত হল। বদলি উইকেট রক্ষক হিসেবে এক ইনিংসে সর্বাধিক ক্যাচ নেয়ার রেকর্ডও হয়ে গেল ইমরুলের।

আপনার মন্তব্য

আলোচিত