স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০১৭ ১৪:৪৬

দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে মাহমুদুল্লাহকে

শ্রীলঙ্কা থেকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। সোমবার (১৩ মার্চ) কলম্বোতে মিডিয়ার কাছে এ তথ্য নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সুজন জানান, মূলত অফ ফর্মের কারণেই মঙ্গলবার দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে মাহমুদুল্লাহকে।

টেস্টে খুব একটা ফর্মে নেই মাহমুদুল্লাহ। গত ৬ টেস্ট খেলে মাত্র একটি ফিফটি করেছেন মাহমুদউল্লাহ। তাই সফরের ১ম টেস্টে ব্যর্থতার পর শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না তাঁর। এরপর ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনাও শূন্যের কোটায়।

টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টের পর ইমরুল কায়েসকে দ্বিতীয় টেস্টের জন্য দেশ থেকে উড়িয়ে নিয়ে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাঁকে।

আপনার মন্তব্য

আলোচিত