ক্রীড়া প্রতিবেদক

২৮ মার্চ, ২০১৭ ১৪:৩৫

আজ আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে মরিয়া শ্রীলঙ্কা

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে

১ম ওয়ানডেতে লঙ্কান উইকেট পতনের পর টাইগারদের উদযাপন

একরকম আকাশেই উড়ছে টাইগাররা। নিজেদের শততম টেস্টে বিজয়ের পর সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ৯০ রানের দাপুটে জয়। দারুণ আত্মবিশ্বাসী টাইগারদের সামনে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে আহত অঙ্কান সিংহরা।

মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ জিততে পারলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে।

টাইগার অধিনায়ক মাশরাফিও মনে করেন, প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখলে আজই সিরিজ জয় সম্ভব। যদি তা হয়, তবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ।

তবে মাশরাফি আর দলের খেলোয়াড়রা এটাও জানেন, ম্যাচটা মোটেও সহজ হবে না। আহত সিংহদের জন্য এ ম্যাচ বাঁচা-মরার লড়াই। লঙ্কানরা তাই সর্বস্ব উজাড় করে খেলবে। আর এই লঙ্কানদের ঠেকাতে হলে টাইগারদের খেলতে হবে দুর্দান্ত ক্রিকেট।

আজ বাংলাদেশ জিতলে একটা জায়গায় কিছুটা হলেও ব্যবধান কমে আসবে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে কোনও সিরিজ জেতেনি। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে সংখ্যাটা দুইয়ে নেমে আসবে।

ঘরের মাটিতে ওয়ানডেতে প্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশের এবার বিদেশের মাটিতে নিজেদের সামর্থ প্রমাণ করার পালা। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে গিয়ে জয় না পেলেও লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রমাণ করছেন মাশরাফিরা। টানা ৬ ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি র‌্যাংকিংয়ের ৭ নম্বরে উঠে আসা বাংলাদেশ গত এক বছর ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশ ২০১৯ সালে সরাসরি বিশ্বকাপ খেলার পথটা আরও সহজ করার সুযোগ পাবে। সিরিজ জয়ে মাশরাফিদের পয়েন্ট হবে ৯৩। সরাসরি বিশ্বকাপ খেলার পথে তখন অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ।

 

আপনার মন্তব্য

আলোচিত