ক্রীড়া প্রতিবেদক

২৮ মার্চ, ২০১৭ ১৯:০৮

তাসকিনের হ্যাটট্রিক, তবু বড় সংগ্রহ শ্রীলঙ্কার

তাসকিন আহমেদ (ফাইল ছবি)

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ইনিংসের ৫০তম ওভারের ৩য়, ৪র্থ ও ৫ম বলে তিনি পরপর তুলে নিয়েছেন গুনারত্নে, লাকমাল ও প্রদীপ এর উইকেট। তবু মেন্ডিসের দারুণ শতকে বড় স্কোরের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (২৮ মার্চ) ডাম্বুলায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেটে হারিয়ে ৩১১ রান করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে মেন্ডিস করেছেন সর্বোচ্চ ১০২ রান।

ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলছিলেন দুই লঙ্কান ওপেনার। তবে প্রথম ওয়ানডের মতো এ ম্যাচেও জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। দলীয় ১৮ রানে তাঁর বলে মুশফিকের হাতে ধরা পড়েন ওপেনার গুনাথিলাকা। এরপর থারাঙ্গার সঙ্গী হন মেন্ডিস। দু'জন মিলে গড়ে তুলেন ১১৮ রানের জুটি।

রান আউটের খাড়ায় পড়ে বিদায় নেন ৬৫ রান করা থারাঙ্গা। এরপর চান্দিমালের ২৪, গুনারত্নের ৩৯ ও সিরিবর্ধনের ৩০ রানের কার্যকর ব্যাটিংয়ে ৩১১ রান পর্যন্ত পৌঁছায় শ্রীলঙ্কা।

বিরতির পর ৩১২ রানের জয়ের লক্ষে মাঠে নামবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

আপনার মন্তব্য

আলোচিত