ক্রীড়া প্রতিবেদক

২৮ মার্চ, ২০১৭ ২২:০৮

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ছবি: ক্রিকইনফো

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শ্রীলংকার ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে।

মঙ্গলবার (২৮ মার্চ) ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। লঙ্কানদের ব্যাটিং শেষ হওয়ার পরই মুষলধারে বৃষ্টি নামে।

একবার বৃষ্টি থামলেও আধা ঘন্টা পর আবার নামে প্রবল বৃষ্টি। শেষ পর্যন্ত আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন দ্বিতীয় ওয়ানডে। তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে সফরকারী বাংলাদেশ এখনও ১-০ তে এগিয়ে আছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ হারলেও তাদের সিরিজ খোয়ানোর কোন সম্ভাবনা থাকছে না।

বৃষ্টির আগে কুশাল মেন্ডিসের শতরানের (১০২) সুবাদে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রান করে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করেন পেসার তাসকিন আহমেদ। এটি তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং বাংলাদেশের হয়ে কোনো বোলারের পঞ্চম হ্যাটট্রিক।

আপনার মন্তব্য

আলোচিত