ক্রীড়া প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০১৭ ২২:১৭

বড় সংগ্রহের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

ছবি: ক্রিকইনফো

বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মাঝারি সংগ্রহে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ট-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

মঙ্গলবার (৪ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এই সিরিজের পর টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দেয়া বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। বৃষ্টিতে বিলম্বে শুরু হওয়া ম্যাচের প্রথম ওভারেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। কোনো রান না করেই লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে যান তামিম।

এরপর সৌম্য সরকারের সঙ্গে মিলে প্রাথমিক আঘাত সামাল দেন সাব্বির রহমান। ভালোই ব্যাট করছিলেন দু'জন। মাত্র ৪ ওভার ৩ বলে দলকে ৫০ রানে পৌঁছে দেন এই দু'জন।

এরপরই নামে বিপর্যয়। দলকে ৫৭ রানে রাখে রানআউটের খাড়ায় পড়ে বিদায় নেন সাব্বির (১৬)। ভালো ব্যাট করতে থাকা সৌম্যকে বিদায় করেন সঞ্জয়া। আউট হওয়ার আগে ২৯ রান করেন সৌম্য। মুশফিক-সাকিবও বিদায় নেন দ্রুত। 

এরপর মোসাদ্দেকের অপরাজিত ৩৪ ও মাহমুদুল্লাহর ৩১ রানের ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ স্কোরবোর্ডে জড়ো করে ১৫৫ রান।

আপনার মন্তব্য

আলোচিত