স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০১৭ ০৯:৪৪

জিতেও বিদায় আতলেটিকা, ফাইনালে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে আতলেটিকা মাদ্রিদের সঙ্গে হেরেও ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে জিতেও ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে দলটি। রেকর্ড পঞ্চদশবারের মতো ফাইনালে উঠেছে শিরোপাধারী রিয়াল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে হেরে ফাইনালে যাওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল আতলেতিকো। রিয়ালকে বিদায় করতে নিজেদের মাঠে চার গোলের ব্যবধানে জয় দরকার ছিল দিয়েগো সিমেওনের শিষ্যদের।

নিজেদের মাঠে বুধবার ২-১ গোলে জিতেছে আতলেতিকো। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছেছে রিয়াল।

ভিসেন্তে কালদেরনে বুধবার স্বাগতিকদের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১৬ মিনিটে দুইবার রিয়ালের জালে বল পাঠায় দলটি।

রিয়ালকে চাপের মধ্যে রাখা আতলেতিকোকে এগিয়ে নেওয়ার কৃতিত্ব সাউল নিগেসের। কোকের কর্নারে তার লাফানো দারুণ হেডে হাত ছোঁয়ালেও ফেরাতে পারেননি নাভাস।

চার মিনিট পর স্বাগতিকদের উল্লাসে মাতিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অঁতোয়ান গ্রিজমান। ফের্নান্দো তরেসকে রাফায়েল ভারানে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

গত বছর ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে না পারা গ্রিজমান এবার ব্যর্থ হননি। নাভাস হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি।

এই গোলটি ছিল যেন রিয়ালের জেগে উঠার বার্তা। ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নরা।

এরপর রিয়াল সমর্থকদের মুখে হাসি ফোটান ইসকো। তার ৪২তম মিনিটের গোলে দারুণ অবদান করিম বেনজেমার। ফরাসি স্ট্রাইকার দারুণ কারিকুরিতে তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বাইলাইন থেকে বল বাড়ান টনি ক্রুসকে। জার্মান মিডফিল্ডারের জোরালো শট কোনোরকমে ঠেকিয়ে দেন ওবলাক। ফিরতি বলে ইসকোর জোরালো শট ঠেকানোর কোনো সুযোগই তার ছিল না।

এই গোলের পর ফাইনালে যেতে আরও তিনবার রিয়ালের জালে বল পাঠাতে হতো আতলেতিকোকে। কিন্তু পারেনি তারা আর। বাকি সময়ে গোল পায়নি কোনো দলই। প্রতিপক্ষের মাঠে হেরেও জয় উৎসব করে রিয়াল।

টানা চার মৌসুমে এই দলের জন্যই ইউরোপ সেরার মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলো আতলেতিকোকে। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ আসরে ফাইনালে হারতে হয়েছিল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে। মাঝে ২০১৪-১৫ আসরের কোয়ার্টার-ফাইনালেও রিয়ালের কাছে হারে আতলেতিকো।

আগামী ৩ জুনের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন্স য়ুভেটাস।

আপনার মন্তব্য

আলোচিত