স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০১৭ ১২:২৩

মাঠে নামছে বাংলাদেশ, কখন কোন চ্যানেলে রাখবেন চোখ

ছুটির দিন। বাংলাদেশের খেলা। টাইগার সমর্থকদের অবস্থা পোয়াবারো। মাসখানেক পর প্রিয় দল আবার নামছে মাঠে।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফিরা। সিরিজের অন্য দল নিউ জিল্যান্ড। প্রতিটি দলই একই প্রতিপক্ষের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ এই সিরিজে দলগুলো খেলবে চারটি করে ম্যাচ। সিরিজে মোট ম্যাচ অবশ্য ছয়টি। কোনো ফাইনাল নেই। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি হবে চ্যাম্পিয়ন।

ছয়টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। খেলাগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও বিটিভি। সব ম্যাচই হবে ডাবলিনে।

প্রবাসী বাংলাদেশিরা চাইলে মাঠে বসেই দেখতে পারেন সাকিব তামিমদের মুন্সিয়ানা। সেজন্য cricketireland.ie ওয়েবসাইট থেকে ম্যাচের টিকিট কিনতে হবে। গুনতে হবে থেকে ২০ ইউরো।


র‍্যাংকিং বিবেচনায় এই সিরিজ খুব গুরুত্বপূর্ন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতলেই  বাংলাদেশ উঠে যাবে ছয় নম্বরে। পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়াও নিশ্চিত হয়ে যাবে তখন। আর পা হড়কালে নেমে যেতে হবে আটে। 



ত্রিদেশীয় সিরিজের সূচি

১২ মে     বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৪ মে     আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
১৭ মে     বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে     বাংলাদেশ-আয়ারল্যান্ড
২১ মে     আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
২৪ মে     বাংলাদেশ-নিউজিল্যান্ড


আপনার মন্তব্য

আলোচিত