স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০১৭ ১৩:২৬

এটাই মাশরাফি, এটাই মাশরাফির দল

সবার সঙ্গে সাধারণ মাশরাফি বিন মুর্তজা আসলে কতোটা অসাধারণ নেতা, এ নিয়ে কথা আর লেখা হয়েছে বিস্তর। একটি টুইট আলোচনায় নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ককে।

টুইটটি করেছেন বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। হাসির ইমোজিসহ একটি ছবি দিয়ে বুধবার তিনি নিজের টুইটের ক্যাপশনে লেখেন, 'এই বাংলাদেশ দল মাল্টি ট্যালেন্টেড!'

ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারে টাওয়েল জড়িয়ে বসে আছেন পেসার শফিউল ইসলাম। আর ট্রিমার হাতে খুব যত্নে তার গোঁফ ছেটে দিচ্ছে দলনেতা মাশরাফি।

এই একটি ছবিই বলে দিচ্ছে অনেক কিছু। বলে দিচ্ছে কতটা বন্ধুত্ব আর পারিবারিক বন্ধন আছে খেলোয়াড়দের মধ্যে। আর এর নেতৃত্বে আছেন মাশরাফি। দায়িত্ব নেয়ার পর এভাবেই টিম বাংলাদেশকে গড়ে তুলেছেন অধিনায়ক।

কোচের পোস্ট করা ছবিতে রি-টুইট করেছেন মাশরাফিও। লিখেছেন, 'হ্যাঁ, এটা সত্যিকারের প্রচেষ্টা!'

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশ দল বর্তমানে আছে আয়ারল্যান্ডে। সেখানে আজ (শুক্রবার) বিকালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজের তৃতীয় দল নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ডে আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসির দ্বিতীয় বৃহত্তম আসর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত