স্পোর্টস ডেস্ক

৩১ মে, ২০১৭ ১৩:৩৪

প্রস্ততি ম্যাচের এমন হারেও সমস্যা দেখছেন না কোচ

ভারতের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে ৮৪ রানে গুটিয়ে ২৪০ রানের পরাজয়। সমর্থকরা বলছেন লজ্জাজনক। তবু কোচ চন্ডিকা হাথুরুসিংহে এমন হারকে বড় করে দেখতে চান না।

ইংল্যান্ডের সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে বলেছেন,  ‘অবশ্যই এটা আত্মবিশ্বাসে আঘাত করবে, তবে সেটা খুব বেশি নয়।’

এখনই দলে কোনো পরিবর্তন আনার দরকার নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এখনই পরিবর্তনের কিছু নেই। এটা মাত্র দুটি প্রস্তুতি ম্যাচ। কিন্তু মূল আসর শুরু হলে আমাদের পরিকল্পনা ও শরীরী ভাষা ভিন্ন হবে। গেল মাস থেকে আমাদের প্রস্তুতিটা দারুণ হয়েছে। এমনকি ভারতের বিপক্ষে আমাদের ব্যাটিং ছাড়া বাকি সবই ভালো হয়েছে।’

মূল পর্বে বাংলাদেশের ভাল পারফরম্যান্সের ব্যাপারে শোনাগেল তার আশাবাদ,

 ‘দুটো ম্যাচেই আমরা ভিন্ন ভিন্ন কম্বিনেশন পরীক্ষা করেছি। কিছু ইতিবাচক দিক বের হয়ে এসেছে। এটাই আমরা করতে চেয়েছিলাম। আমরা ভালো রান করতে পারিনি, কিন্তু আমাদের বোলাররা ভাল শুরু করেছে। এটাই মূলত দেখার ছিল যে, কতোটা ভালোভাবে আমরা শুরু করতে পারি। গেল কয়েকটা ম্যাচে আমরা তা পারিনি। আমি মনে করি, আমরা ভালো বল করব।’


কন্ডিশন চিনতে আগেবাগেই গিয়েছিল দল। কন্ডিশনটাও নাকি এখন অনেকটাই নাগালে , ‘আমি মনে করি, আমরা এখন কন্ডিশন বুঝতে পারছি। প্রথম প্রস্তুতি ম্যাচে আমরা ৩০০-র বেশি রান করেছি। আমরা বুঝে গেছি টুর্নামেন্টটি বড় স্কোরের হতে যাচ্ছে। আবারও বলছি, এটা শুধুই প্রস্তুতি ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিকে অন্য বাংলাদেশকেই দেখা যাবে।’

আপনার মন্তব্য

আলোচিত