ক্রীড়া প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৩৫

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের খেলা কবে কোথায়

অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাঠে দুই টেস্ট ম্যাচের সিরিজ শেষ হতে না হতেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রস্তুতি।

আর মাত্র কদিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে ধরতে হবে দক্ষিণ আফ্রিকার বিমান।

দুই টেস্ট, তিন ওয়ানডে, দুই টি-টুয়েন্টি। আছে দুটি প্রস্তুতি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা মাঠে টাইগারদের খেলা আছে প্রচুর। থাকতে হবে মাসখানেকের উপর। সিরিজের শুরুতেই আছে টেস্ট। তাই ১৭ সেপ্টেম্বর প্রথমে টেস্ট দল রওয়ানা হবে দক্ষিণ আফ্রিকায়।

২৩ সেপ্টেম্বর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের সঙ্গে তিনদিনে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। পচেস্ট্রমের সেনুস পার্কে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে ব্লুমফন্টেইন যাবেন মুশফিকরা। ৬ অক্টোবর থেকে ম্যানগাং ওভালে শুরু হবে দু প্লেসিদের বিপক্ষে শেষ টেস্টের লড়াই।

সাদা পোশাকের দ্বৈরথের পর দলের সঙ্গে যোগ দেবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওয়ানডে দলের ক্রিকেটাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে ব্লুমফন্টেইনেই একটি একদিনের  গা গরমের ম্যাচ পাবেন মাশরাফিরা।

১৫ অক্টোবর ডি বিয়ারস ডাইমন্ড পার্কে প্রথম ওয়ানডে খেলবে দুদল। ১৮ অক্টোবর বোল্যান্ড পার্কে হবে দ্বিতীয় ওয়ানডে।

২২ অক্টোবর ইস্ট লন্ডনে সিরিজের শেষ ওয়ানডেতে বাফেলো পার্কে মুখোমুখি হবে মাশরাফি-দু প্লেসির দল।

ওয়ানডের পর টি-টুয়েন্টি। ধুম ধাড়াক্কা ক্রিকেটে নতুন করে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। তার অধিনায়কত্বে ২৬ অক্টোবর ম্যানগাং ওভালে প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। ২৯ অক্টোবর পরেরটি খেলবে সেনওয়েস পার্কে।

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সময়সূচী:

টেস্ট সিরিজ:

ম্যাচ 

তারিখ

ভেন্যু

সময় (বাংলাদেশ)

প্রস্তুতি ম্যাচ

২১-২৩ সেপ্টেম্বর

উইলোমোর পার্ক

দুপুর ২টা

প্রথম টেস্ট

২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর

সেনওয়েস পার্ক

দুপুর ২টা

দ্বিতীয় টেস্ট

৬-১০ অক্টোবর

ম্যানগাং ওভাল

দুপুর ২টা

 

ওয়ানডে সিরিজ:

ম্যাচ 

তারিখ

ভেন্যু

সময় (বাংলাদেশ)

প্রস্তুতি ম্যাচ

১২ অক্টোবর

ম্যানগাং ওভাল

দুপুর ২টা

প্রথম ওয়ানডে  

১৫ অক্টোবর

ডি বিয়ারস ডাইমন্ড পার্ক

দুপুর ২টা

দ্বিতীয় ওয়ানডে

১৮ অক্টোবর

বোল্যান্ড পার্ক

দুপুর ২টা

তৃতীয় ওয়ানডে

২২ অক্টোবর

বাফেলো পার্ক

দুপুর ২টা

 

টি-টোয়েন্টি সিরিজ:

ম্যাচ 

তারিখ

ভেন্যু

সময় (বাংলাদেশ)

প্রথম টি-টোয়েন্টি

২৬ অক্টোবর

ম্যানগাং ওভাল

রাত ১০টা

দ্বিতীয় টি-টোয়েন্টি

২৯ অক্টোবর

সেনওয়েস পার্ক

সন্ধ্যা সাড়ে ৬টা

আপনার মন্তব্য

আলোচিত