স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:০৩

এসপানিওলের জালে বার্সেলোনার গোল উৎসব

এসপানিওলের জালে গোল উৎসব করেছে বার্সেলোনা। সুপারস্টার লিওনেল মেসির হ্যাটট্রিক সহ একে একে পাঁচ গোল করেছে তারা।

কাম্প নউ শনিবার রাতে ২৬তম মিনিটে গোল করে বার্সা। ইভান রাকিতিচের ডিফেন্স চেরা পাস ধরে গোল করেন লিওনেল মেসি। যদিও রিপ্লেতে দেখা গেছে অফ সাইডে ছিলেন মেসি।

প্রথম গোলের চার মিনিট পর নিজের দ্বিতীয় গোল পেয়ে যান মেসি। প্রতি আক্রমণ থেকে বল পাওয়া মেসি বল বাড়াতে চেয়েছিলেন জর্দি আলবাকে। একজনের গায়ে লেগে দিক পাল্টায় বল কিন্তু আরেক জনের গায়ে লেগে পেয়ে যান স্প্যানিশ ডিফেন্ডার। তার কাটব্যাকে মেসির ডান পায়ের চতুর স্পর্শ গোলরক্ষককে বিভ্রান্ত করে জড়ায় জালে।

ম্যাচের ৬৭তম মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক মেসি। এবারের লিগে মেসির এটা পঞ্চম গোল। আর  লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার গোল হলো ৩৫১টি।

৮৭তম মিনিটে কর্নার থেকে পিকের গোলে ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সেলোনা।

৯০তম মিনিটে গোল করেন সুয়ারেস। চলতি মৌসুমে এটাই তার প্রথম গোল।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

আপনার মন্তব্য

আলোচিত