ক্রীড়া প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৫

কন্ডিশনের কারণেই বাদ নাসির

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরেছিলেন নাসির হোসেন। এক সিরিজ পরই আবার টেস্ট দল থেকে বাদ পড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের ১৫ জনের দলে নেই ‘দ্যা ফিনিশার’ তকমা পাওয়া এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনই নাকি পথের কাটা হয়েছে নাসিরের।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার সময় নাসিদের দলে না থাকার ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

‘আপনাদের আগেই বলেছি হোম সিরিজ ও অ্যাওয়ে সিরিজে আলাদা ফ্যাক্টর বিবেচনা করে দল করি আমরা। সাউথ আফ্রিকায় পেসার খেলাতে হবে বেশি। সেকারণেই নাসির নেই। পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটারদের কাজে লাগাব আমরা। আবার কন্ডিশন অন্যরকম থাকলে তখন নাসির থাকবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরার সিরিজটি অবশ্য খুব উজ্জ্বল করে রাখতে পারেননি নাসির। চট্টগ্রামে এক ইনিংসে ৪৫ রান করলেও তার ব্যাট থেকে চার ইনিংস মিলিয়েই এসেছে মাত্র ৭৩ রান। গড়টা ১৮.২৫।

১৬ সেপ্টেম্বর ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের বাকিরা যাবেন পরে। ২৮ সেপ্টেম্বর থেকে পচেফস্ট্রমে শুরু হবে প্রথম টেস্ট।

আপনার মন্তব্য

আলোচিত