স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:০৮

জাতীয় লিগে সিলেটকে হারাল রাজশাহী

জাতীয় লিগের প্রথম রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।

সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে ২১২ রানের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

পিচের পরিস্থিতির কারণে ২১২ রানও ছিলো অনেক। ৬৪ রানে ২ উইকেট হারিয়ে শঙ্কাতেও পড়েছিলো জহুরুল ইসলাম অমির দল। তবে অভিজ্ঞরাই পার করেছেন কঠিন পরিস্থিতি।

জুনায়েদ সিদ্দিকী ৪৬, জহুরুল ইসলাম ৩৫ রান করেন। সবচেয়ে কার্যকর ইনিংস আসে ফরহাদের ব্যাট থেকে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ নাম ফরহাদ খেলেন ৭০ রানের ম্যাচ জয়ী ইনিংস। দলকে জয়ের কাছে নিয়ে তিনি আউট হয়ে গেলেও তাতে টার্গেট ছুঁতে একেবারে বেগ পেতে হয়নি রাজশাহীকে।

এর আগে প্রথম ইনিংসে সিলেটের ১২৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রাজশাহী। ছোট সংগ্রহ করেও বড় লিড পাওয়া সিলেট দ্বিতীয় ইনিংসও বড় করতে পারেনি। অল আউট হয়ে যায় ১৬২ রানে। তাতে ২১২ রানের টার্গেট দাঁড়ায় রাজশাহীর সামনে।

হারলেও প্রথম ইনিংসে ৩২ রানে ছয় উইকেট নেওয়া সিলেটের সায়েম আলম রিজভি হয়েছেন ম্যাচ সেরা।

সংক্ষিপ্ত স্কোর:
সিলেট প্রথম ইনিংস: ১২৮ (তান্না ৩৮, শাহানুর ১৭; সাকলাইন ৩/২৬)
রাজশাহী প্রথম ইনিংস: ৭৯ (জুনায়েদ ২২, অমি ১৯; সায়েম ৬/৩২)
সিলেট দ্বিতীয় ইনিংস: ১৬২ (রাজিন ৩৯, রাজু ২৫; সাকলাইন ৩/২৭)
রাজশাহী দ্বিতীয় ইনিংস: ২১২ (ফরহাদ ৭০, জুনায়েদ ৪৬; শাহানুর ২/৩১)
ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: সায়েম আলম রিজভী

আপনার মন্তব্য

আলোচিত