দেবকল্যাণ ধর বাপন

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৬

রাজিন ভাই কি একটু সম্মান পেতে পারতেন না, প্রশ্ন অলকের

এবারের বিপিএলে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে পরামর্শক করেছে খুলনা টাইটান্স। খুলনা বিভাগের ছেলে সুমন আগেও যুক্ত ছিলেন দলটিতে। কিন্তু সিলেটের দলে স্থানীয় সাবেক তারকাদের এমন মূল্যায়ন নেই দেখে হতাশ অলক কাপালী। রাজিন সালেহকে সিলেট সিক্সার্সে যুক্ত না করায় রাখঢাক না রেখেই জানিয়েছেন হতাশা।

বাংলাদেশের অভিষেক টেস্টের স্কোয়াডে ছিলেন রাজিন সালেহ। সে ম্যাচে একাদশে না থাকলেও পরে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন ভরসার নাম। রঙিন পোশাকে ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নেতৃত্বও দিয়েছেন রাজিন।
 
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে অলক বলেন, ‘সুমন ভাই (হাবিবুল বাশার)কে খুলনা দলে এডভাইজর হিসেবে রেখেছে। রাজিন ভাইকে কি সিলেট দলে এভাবে রাখা যেত না? রাজিন ভাই তো বাংলাদেশ দলেরও ক্যাপ্টেন্সি করেছেন। সহকারি কোচ, মেন্টর চাইলে অনেকভাবেই যুক্ত রাখা যেত। তা করা হয়নি। রাজিন ভাইকে কি সম্মান দেওয়া হলো? ’

এবারই প্রথম সম্পর্ণ সিলেটী মালিকানায় ঢাকঢোল পিটিয়ে আত্মপ্রকাশ ঘটে বিপিএলের নতুন ফ্র্যঞ্চাইজি সিলেট সিক্সার্স-এর। বলা হয়েছিলো এবার দলে স্থানীয় ক্রিকেটারদেরই দেওয়া হবে সবচেয়ে প্রাধান্য।

কিন্তু তা না হওয়ায় দুঃখ লুকাননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলক, ‘প্লেয়ার্স ড্রাফটে সিলেট দলের যথেষ্ট সুযোগ ছিলো সিলেটী ক্রিকেটারদের যুক্ত করার। কিন্তু মাত্র তিনজন সিলেটের ক্রিকেটার নেওয়া হয়েছে দলে। অথচ দল করার সময় বলা হয়েছিলো স্থানীয় ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হবে।’

সিলেটের ছেলে হয়ে খেলবেন কুমিল্লায়। অলকের যেন এই নিয়ে আফসোসের শেষ নেই, ‘নিজের কাছেই খারাপ লাগে সিলেটের টিম আছে, কিন্তু সিলেটে খেলতে পারছি না। একটা আফসোস থেকে যাচ্ছে। ’

দল করার সময় সরাসরি যুক্ত থাকার ইচ্ছা ছিল অলক, রাজিনদের। কিন্তু ডাকা হয়নি তাদের। এই নিয়েও খোলামেলা কথা বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করা অলক কাপালীর, ‘আমাদের কানে আসছে মাননীয় অর্থমন্ত্রী আমাদের কথা জিজ্ঞেস করেছেন। কিন্তু দল পরিচালনায় যুক্ত অন্যরা আমাদেরকে অর্থমন্ত্রীর কাছে নিয়ে যাননি। ’

২ নভেম্বর সিলেট বিভাগীয় স্টেডিয়ামেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর।

আপনার মন্তব্য

আলোচিত