স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০১৭ ২১:০৫

৩২০ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

পচেফস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের প্রথম ইনিংসের জবাবে বাংলাদেশ ৩২০ রান করেছে। ফলে ১৭৬ রানের বড় লিড নেয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে মুমিনুল সর্বোচ্চ ৭৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৬৬, মুশফিক ৪৪, তামিম ৩৯, সাব্বির রহমান ৩০, লিটন ২৫ এবং শেষ দিকে মোস্তাফিজুর রহমান করেন ১০ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ তিনটি এবং দুটি করে উইকেট নেন মরনে মরকেল ও ক্যাগিসো রাবাদা। একটি করে উইকেট নেন ডোয়াইন অলিভিয়ে ও আন্দিলে ফেলুকওয়ে।

শনিবার ৩ উইকেটে ১২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই আস্থার সঙ্গে খেলছিলেন তামিম ও মুমিনুল। তবে প্রথম ঘণ্টার শেষ দিকে আউট হয়ে যান তামিম। আন্দিলে ফেলুকওয়োর বলে তামিম ফিরে গেলেও বাংলাদেশকে পথ হারাতে দেননি মুমিনুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিরতির আগে দুজন ৬০ রানের অবিচ্ছন্ন জুটি গড়লে প্রথম সেশনটি বাংলাদেশের আধিপত্যে শেষ হয়।

তবে দ্বিতীয় সেশনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। কেশব মহারাজের করা ৬৪তম ওভারের তৃতীয় বলে ব্যাক ফুটে কাট করতে গিয়ে ফরোয়ার্ড শট লেগে অভিষিক্ত অ্যাইডেন মার্করামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল। মুমিনুল ফিরে যাওয়ার পর সাব্বির ও মাহমুদউল্লাহর জুটিতে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ।

দলীয় ২৯২ রানের মাথায় ডোয়াইন অলিভিয়ের বলে সাব্বির বোল্ড হয়ে ফিরে গেলে হোঁচট খায় বাংলাদেশ। কেশব মহারাজার করা পরের ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ফলোফন থেকে বাঁচান মাহমুদউল্লাহ। তবে মরনে মরকেলের করা ৮৪তম ওভারে এই ডানহাতি ব্যাটসম্যান বোল্ড হয়ে ফিরে গেলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ফিরে গেলে ৯ উইকেটে ৩০৮ রানে পরিণত হয় বাংলাদেশের ইনিংস। শফিউলকে নিয়ে ১২ রানের জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহ বাড়ান মোস্তাফিজ।

এর আগে শুক্রবার ১ উইকেটে ২৯৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। চা বিরতির আগ পর্যন্ত ৩ উইকেটে ৪৯৬ রান তোলা প্রোটিয়ারা পরে আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে।

দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ ব্যাটিংয়ের দিনে ডাবল সেঞ্চুরি মিসের হতাশায় পুড়েন ডিন এলগার। ১৯৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান এবং সবমিলিয়ে ১২তম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলেন এলগার। এদের মধ্যে দুজন সঙ্গীর অভাবে ১৯৯ রান করে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে এছাড়া আমলা ১৩৭, এইডেন মার্করাম ৯৭ রানের ইনিংস খেলেন। টেম্বা বাভুমা ৩১ এবং ফাফ ডু প্লেসিস ২৬ রানে অপরাজিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত