স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০১৭ ০৯:৫৪

এ পর্যন্ত যারা গেল বিশ্বকাপে

রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে ৩২ দল। ছয়টি কনফেডারেশনস থেকে বাছাইপর্ব শেষে ৩১ দলকে সুযোগ করে নিতে হচ্ছে আর বাকি একটি দল স্বাগতিক হিসেবে খেলবে বিশ্বকাপ।

বাছাইপর্বের ধাপ পেরিয়ে এপর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ২২ দল ও স্বাগতিক হিসেবে রাশিয়া। বাকি থাকল ৯ দেশ।

এশিয়া (এএফসি): ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব।

ইউরোপ (উয়েফা): বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন।

আফ্রিকা (সিএএফ): মিসর ও নাইজেরিয়া।

কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা।

দক্ষিণ আমেরিকা (কনমেবল): ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

আপনার মন্তব্য

আলোচিত