স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৭ ১৪:১৫

ভুটানকে হারিয়ে ফাইনালের আরও কাছে বাংলাদেশ

নেপালের পর ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কমলাপুর শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

বাংলার কিশোরীদের হয়ে দুটি গোল করেছেন আঁখি খাতুন। অপর গোলটি করেন সাজেদা খাতুন।

ম্যাচের ১৩ মিনিটেই দলকে এগিয়ে দেন আঁখি খাতুন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৫৬ মিনিটে নিজের ও দলের জন্য দ্বিতীয় গোলটি করেন আঁখি। শেষ দিকে ৮০ মিনিটে সাজেদা খাতুন দলের হয়ে তৃতীয় গোল করেন। এতে ৩-০ গোল নিয়ে মাঠ ছাড়ে কোচ ছোটনের শিষ্যরা।

দিনের আরেকটি ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত ও নেপাল। এ ম্যাচে ভারত জয় পেলেই ফাইনালে চলে যাবে স্বাগতিক বাংলাদেশ। এক্ষেত্রে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

টুর্নামেন্টের শুরু থেকেই ফেবারিট হিসেবে নাম আসে স্বাগতিকদের। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারায় মেয়েরা। ২১ ডিসেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। আর ভুটান খেলবে নেপালের বিপক্ষে।

২২ ও ২৩ ডিসেম্বর বিরতি। ২৪ ডিসেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল শিরোপার জন্য লড়াই করবে।

আপনার মন্তব্য

আলোচিত