অনলাইন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৭ ২৩:৫৪

রংপুর রাইডার্সের কাছ থেকে অ্যাম্বুলেন্স নিলেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রোগী পরিবহনের জন্যে একটি অ্যাম্বুলেন্স নিয়েছেন দলের কাছ থেকে।

বিপিএলের ফাইনাল শেষের সপ্তাহ দিনের মাথায় মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর কাছে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ।

মাশরাফির এই অ্যাম্বুলেন্সপ্রাপ্তির তথ্য নিশ্চিত করেছে মাশরাফির ভেরিফায়েড ফেসবুক পেজ।

মঙ্গলবার মাশরাফির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রংপুর রাইডার্সের মালিকদের কাছে হাসপাতালের জন্যে একটি অ্যাম্বুলেন্স চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এটা টুর্নামেন্ট শুরুর আগেই মাশরাফি চেয়েছিলেন বলে জানানো হয়।

নড়াইলবাসী বেশ কিছুদিন যাবত কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে পোস্টে রংপুর রাইডার্স আর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, অধিনায়ক মাশরাফির নেতৃত্বে রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটসকে পরাজিত করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক হিসেবে বিপিএলের পাঁচ আসরের মধ্যে এটা মাশরাফির চতুর্থ শিরোপা জয়। বিপিএলের ইতিহাসে মাশরাফি পৃথক তিনটি দলকে চ্যাম্পিয়ন করেন।

আপনার মন্তব্য

আলোচিত