ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০১৮ ১৩:১৭

প্রথম টি-টুয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

কলিন মুনরো

সম্প্রতি ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। ১০৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৫.৫ ওভারে জয় তুলে নিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডকে অপরাজিত থেকে জয় এনে দেন কলিন মুনরো। ৪৩ বলে ৪৯ করেন তিনি। জয়সূচক রানটি ওয়াইড বল থেকে আসায় অর্ধশতক থেকে বঞ্চিত হতে হয় তাকে। এছারা টম ব্রুস ২২ বলে ২৬ রান ও রস টেইলর করেন ১৩ বলে অপরাজিত ২২ রান।

পাকিস্তানের রুম্মান রইস দুটি এবং শাদাব খান একটি উইকেট পান।

এর আগে সোমবারের ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কিউই বোলারদের দারুণ বোলিংয়ে ১৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের বাবর আজম আর হাসান আলী ছাড়া অন্য কেউ ১৫টি বলও খেলতে পারেননি!

বাবর ৪১ বলে এক ছয় ও এক চারে করেন ৪১ রান এবং হাসান আলী ১২ বল খেলে করেন ২৩ রান। এছাড়া ১৪টি করে বল খেলতে পারা ফাহিম আশরাফ ৭ ও সরফরাজ আহমেদ ৯ রান করেন।

কিউইদের হয়ে তিনটি করে উইকেট পান টিম সাউদি ও শেট রানচি।

আপনার মন্তব্য

আলোচিত