স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ১৮:২১

হঠাৎ করেই টেস্ট দলে আব্দুর রাজ্জাক

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাতে চোট পেয়ে সাকিব আল হাসান ছিটকে গেছেন প্রথম টেস্টের দল থেকে। টাইগার টেস্ট অধিনায়কের বদলে দলে সুযোগ পেয়েছিলেন সানজামুল ইসলাম এবং তানবীর হায়দার। এবার নির্বাচকরা একটু চমকেই দিলেন সবাইকে। বর্ষীয়ান বাঁহাতি অফস্পিনার আব্দুর রাজ্জাক হঠাৎই ডাক পেয়েছেন প্রথম টেস্টের জন্য।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সুত্রে জানা গেছে, দলের সঙ্গে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন তিনি। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রাজ্জাক। প্রায় চার  বছর পর একই ভেন্যুতে একই দলের  বিপক্ষেই আবার ফিরেছেন তিনি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল দুদিন আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট হঠাৎ বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত বিসিবি নতুন দুজনকে দলে অন্তর্ভুক্ত করেছিল। বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া নতুন দুই সদস্য হলেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও  লেগস্পিনার তানভীর হায়দার। সে তালিকায় যোগ হলেন এবার রাজ্জাক।

দিন কয়েক আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাজ্জাক।

বাংলাদেশ দলে আরো তিনজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি। ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি। এর পর হবে দুটি টি-টোয়েন্টি। ১৫ ও ১৮ ফেব্রুয়ারি যথাক্রমে ঢাকা ও সিলেটে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (ভারপ্রাপ্ত অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তানভীর হায়দার, সানজামুল ইসলাম, নাঈম হাসান ও আব্দুর রাজ্জাক।

আপনার মন্তব্য

আলোচিত