সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ২১:৫৭

অবশেষে নামমাত্র মূল্যে বিক্রি হলেন গেইল

দুইবার প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে আইপিএলের ১১তম আসরে দল পেলেন টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল।

আইপিএলের প্রথম দুই আসরে গেইল খেলেছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। পরের আটটি আসর টানা খেলেগেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) হয়ে। তবে এবার আর আরসিবি ধরে রাখেনি গেইলকে। ফলে নিলামে উঠেতে হয় তাকে।

তার ভিত্তিমূল্য ধরা হয় ২ কোটি রুপি। কিন্তু নিলামের প্রথম দিন অবিক্রীত থেকে যান বর্তমানে টি-টোয়েন্টির মারকুটে এ ব্যাটসম্যান। নিলামের দ্বিতীয়দিন তথা শেষ দিন রোববার বিকেল ৪টা পর্যন্ত গেইল কোন দল পাননি। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন আইপিএলের ১১তম আসর গেইলবিহীন হচ্ছে। কিন্তু নাটকীয়ভাবে অবিক্রীত খেলোয়াড়ের আবার নিলামে ডাকা হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ২ কোটি রুপিতে গেইলকে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুরের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন গেইল।

আপনার মন্তব্য

আলোচিত