ক্রীড়া প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:০২

মধ্যাহ্ন বিরতির আগে সাড়ে চারশ পার

চট্টগ্রাম টেস্টের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৬৭ রান করেছে বাংলাদেশ।

আগের দিনের ৪ উইকেটে ৩৭৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ স্কোরবোর্ডে আর মাত্র দুই রান যোগ করে প্রথম উইকেট হারায়। মমিনুল আউট হন ১৭৬ রানে। ২১৪ বলের ইনিংসে আগের দিনের ১৭৫ রানের সঙ্গে যোগ করেন মাত্র ১ রান। রঙ্গনা হেরাথের বলে কুশল মেন্ডিসের তালুবন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭৬ রানের ইনিংসটি সাজান তিনি।

এরপর দ্রুত আরও ২ উইকেট হারায় স্বাগতিকরা। মমিনুলের পর ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন। কিন্তু ৯৭তম ওভারে হেরাথের বলেই মিডঅনে ক্যাচ দেন মোসাদ্দেক (৮)। মেহেদি হাসান মিরাজ (২০) ১৯ বলে ২০ রান করে ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়ে ৩ রান নিতে গিয়ে আউট হন।

এরপর আর উইকেট হারায় নি বাংলাদেশ, মাহমুদুল্লাহ ও সানজামুল অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে যোগ করেছেন আরও ৫০ রান।

মাহমুদুল্লাহ ব্যাট করছেন ৪৯ রানে, অপর অপরাজিত ব্যাটসম্যান সানজামুল ব্যাট করছেন ২৩ রানে।

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৪ উইকেটে ৩৭৪ রান করেছিল বাংলাদেশ। দিন শেষে মমিনুল হক ১৭৫ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন। এ ছাড়াও দলের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ ও লিটন কুমার দাস শূন্য রানে আউট হন।

শ্রীলংকার পক্ষে সুরাঙ্গা লাকমল দুটি ও দিলরুয়ান পেরেরা-লক্ষণ সান্দাকান একটি করে উইকেট নেন।

আপনার মন্তব্য

আলোচিত